ব্যাঙের ছাতা


কোলা ব্যাঙের সর্দ্দি বেজায় দিচ্ছে কেবল হ্যচ্চু
ট্যংরা পুঁটি বিরক্ত সব হচ্ছেনা ঘুম কিচ্ছু।
কোলা যখন চোখ মুদিয়া উঠলো আজই ভোরে
দেখল ভিজে চুপচুপে সে ছত্রি নিলো চোরে।

কচু পাতা মাথায় নিয়ে হাজির হল থানে
চুরির কথা বলল সেথায় শেয়াল ওসির কানে।
ঘুরিয়ে ছড়ি কাঁপিয়ে ভুঁড়ি দিলো ওসি ডাক
হুলো বেড়াল ধেড়ে ইঁদুর তদন্ত তে থাক।

রেপর্ট লিখে ফেরার পথে জোরসে দিলো হাঁটা
কাদা পথে পিছল খেয়ে ভাঙল সাধের পা টা।
সামলে নিয়ে খুঁড়িয়ে গেলো কবিরাজের বাড়ি
ঘণ্টা ধরে সাপ কবিরাজ টিপল ব্যাঙের নাড়ি।

কবিরাজের ধরণ ধারণ, চমকে ব্যাঙের পিলে
নাড়ি দেখার উছিলাতে ফেললো বুঝি গিলে
ছাড়া পেয়ে দাওয়াই নিয়ে ফিরছে যখন ঘরে
কলার খোসায় পিছল খেয়ে গেলই বুঝি মরে।

আছাড় খেয়ে কোলা ব্যাঙের চশমা ভেঙে গুড়া
লেংড়া ছিল সাথে এবার কানাও হল পুরা।
নাস্তানাবুদ ব্যাঙকে দেখে জাগল গজের মায়া
আতশ কাঁচের চশমা দিয়ে শুধায়, কেমন ভায়া!

আতশ কাঁচের চশমা চোখে ফিরল কোলা বাড়ি
দেখল দোরে দাঁড়িয়ে নানী অপেক্ষাতে তারই
ঘ্যাঙর ঘ্যাঙর সুরে বিলাপ করলো শুরু টানা
বলল; নানী আমিও এখন তোমার মতই কানা।

লাঠি নিয়ে তেড়ে নানী জোরসে বলে ঘ্যাঙ-
নইকো নানী, ব্যাঙি আমি ওরে কোলা ব্যাঙ
আতশ কাঁচের চশমাতে সব দেখছিল সে ভোঁটকা
শুকনা ব্যাঙি লাগছিলো তায় নানীর মতই মোটকা।

ছাতার খোঁজে গিয়ে কোলার এই হয়েছে গতি
ঠ্যং হারিয়ে কানা কোলার ভ্রম হয়েছে মতি
শাসিয়ে ব্যাঙি ধড়াম করে লাগিয়ে ঘরের দোর
গড়িয়ে কাদায় কোলা ব্যাঙের রাতটা হবে ভোর।

আমি কেউ নই


কেউ শুধালে জানিয়ে দিও 
খাতায় জমা ধুল আমি
পথের ধারে ফোটা কোন
নাম না জানা ফুল আমি।
সত্য তো নই মিথ্যা বটে
তিমির কালো রাত্রি
পথ হারিয়ে হাতড়ে চলা
এক মুসাফির যাত্রী।
কেউ শুধালে দেখিয়ে বোলো
নইতো তেমন চেনা
তোমার জমা দুঃখ গুলো
আমার থেকেই কেনা।
কেউ শুধালে বোলো ,আমি
কাছের তো নই দূরের কেউ
সাগর বেলায় ধাক্কা দিয়ে 
মিলিয়ে যাওয়া প্রবল ঢেউ।

পাত্রী সমাচার

উদার মনের উদাস ভাই
তাহার জন্য পাত্রী চাই
পাত্রীর নাক হোক না বোঁচা
দাঁত কপাটি থাকুক উঁচা
কি যায় আসে হলই বেটে
হচ্ছে বিয়ে বেজায় লেটে।
দেখুন না ভাই একটু ঘেঁটে
পত্রিকাতে কিংবা নেটে
গায়ের রঙে আপত্তি নাই
হোক না সাদা কিংবা মেটে।
থাকলোই বা ঠোঁটের উপর
ভাসা ভাসা গোঁফের রেখা
পরচুলাতে ঢাকা মাথায়
নাইবা পেলো চুলের দেখা।
উদাস ভাইয়ের উদার মনে
তিনিই হবেন রূপের রানী
উড়ো খবর শুনতে পেলুম
রানী নাকি আধেক কানি!
যাহোক এসব পরের কথা
আগে তো পাই পাত্রী
মণ্ডা মিঠাই কোরমা খাবো
হয়ে বরের যাত্রী।
হোক অবসান উদাস ভাইয়ের
একলা যাপন রাত্রি
হে বিধাতা দাও মিলিয়ে
যা হোক একটা পাত্রী।